Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধস

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : হঠাৎ করেই ঝিনাইদহে পেঁয়াজের বাজার পড়ে গেছে। আকস্মিক এই ধ্বসে ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। মঙ্গলবার জেলার বৃহৎ পেঁয়াজের বাজার শৈলকুপায় দাম অর্ধেকে নেমে এসেছে। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে চাষীসহ ব্যবসায়ীগণ। শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই, বাজার ঘুরে দেখা গেছে মৌসুমে ১০০০ থেকে ১৫০০ টাকা মন পেয়াজ বিক্রি মঙ্গলবার ৫০০ থেকে ৭০০ টাকা মন বিক্রি হচ্ছে। সোহেল আহমেদ নামে এক কৃষক জানান, ভরা মৌসুমে পিয়াজ বিক্রি না করে তিনি রেখে দেন। এখন সেই পেয়াজ ৫০০ টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মন পিয়াজ কিনেছিলেন। কিন্তু মন প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে। তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬১৩৫ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধস

২৮ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ