Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সঙ্গে নতুন ১০টি চুক্তি করতে চায় বাংলাদেশ

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। মস্কোও ঢাকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়। পরিবর্তনশীল বিশ্ব ঘটনাপ্রবাহে রাশিয়া বাংলাদেশকে পাশে চায়। আর এজন্যই বিভিন্ন ক্ষেত্রে ১০টি নতুন চুক্তি করতে আগ্রহী দুই দেশের সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্পর্কের উন্নয়নের জন্য প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায় সরকার। কিন্তু তিনি ব্যস্ত থাকায় সরকার এখন রুম প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের অমন্ত্রণ জানিয়েছে। এছাড়া দু’দেশের মধ্যে গণযোগাযোগ সহযোগিতাসহ তিনটি চুক্তির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আরও কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জ্বালানী সহযোগিতা, দ্বৈত কর প্রত্যাহার, বিনিয়োগ সুরক্ষা, সরকারিভাবে শস্য আমদানি ও রফতানি, সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় ও সহযোগিতা চুক্তি উল্লেখযোগ্য।
সুত্র আরো জানায়, গত জুলাইয়ে মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত আসেম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এর দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে রাশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টিও আলোচিত হয়। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ ঢাকায় রুশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একটি সফর অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে আমরা বাকি চুক্তিগুলির খসড়া চূড়ান্ত করার কাজ করছি।
সুত্র জানা, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় সহযোগিতা চুক্তি হচ্ছে রূপপুর পারমাণবিক চুল্লি নির্মাণ। এটা নির্মাণে ১১ বিলিয়ন ডলারের বেশি অর্থ। এর ৯০ শতাংশ দেবে রুশ সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ার সঙ্গে নতুন ১০টি চুক্তি করতে চায় বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ