পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তৃতীয়বারের পরীক্ষায় করোনা থেকে মুক্তি পেয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রোববার (১৮ জুলাই) বিকেলে এই তথ্য জানান।
তিনি বলেন, তৃতীয়বারের মতো আজ স্যারের করোনা পরীক্ষা করা হয়েছে। আগের দুইবার পরীক্ষায় করোনা পজেটিভ হলেও এবার নেগেটিভ এসেছে। বর্তমানে স্যার শারীরিকভাবে সুস্থ আছেন, আজই তিনি বাসায় ফিরবেন। এর আগে গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। সেই রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়।
শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা পজিটিভ আসে। পরে গত ৩ জুলাই দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হলে তখনও পজেটিভ রেজাল্ট আসে। তখন থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।