Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় পরীক্ষায় ইসি মাহবুব তালুকদারের করোনা নেগেটিভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১০:২৩ পিএম

তৃতীয়বারের পরীক্ষায় করোনা থেকে মুক্তি পেয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রোববার (১৮ জুলাই) বিকেলে এই তথ্য জানান।

তিনি বলেন, তৃতীয়বারের মতো আজ স্যারের করোনা পরীক্ষা করা হয়েছে। আগের দুইবার পরীক্ষায় করোনা পজেটিভ হলেও এবার নেগেটিভ এসেছে। বর্তমানে স্যার শারীরিকভাবে সুস্থ আছেন, আজই তিনি বাসায় ফিরবেন। এর আগে গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। সেই রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়।

শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা পজিটিভ আসে। পরে গত ৩ জুলাই দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হলে তখনও পজেটিভ রেজাল্ট আসে। তখন থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১৮ জুলাই, ২০২১, ১১:৫৭ পিএম says : 0
    হাজার হাজার লোক মারা যাইতেছে এবং কি আক্রান্ত হইতেছে,পেপারের অর্ধেক দখল করে দখলদার ভোট চোরদের নাম দেওয়ার কি এত একেবারে সুখবর,যদি চোর না হতো এবং সত্য বাঁদী হতো তবে অবশ্যই পদত্যাগ করতেন,শুনু মায়ার কান্না করেছেন,যত সব পেপার আছে যারা মোটা মোটা পদ আছে তাদের খবর প্রচার করতে খুশি হয়ে যায়,তার এই খবর শুনে জনগণের কি লাভ 2023 সে আবার ভোট ডাকাতি করতে সু খবর না কি,এদের কি ইজ্জত আছে যে জনগণ ইজ্জত করবে,অথবা আপসোস করবে,মোটেই না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ