পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ। ২৬ টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করছে এমন সংগঠন সমূহের একটি নেটওয়ার্ক। যারা দেশের ষষ্ঠ জনশুমারীতে (২০২১) প্রতিবন্ধী ব্যক্তিদের গণনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। গতকাল ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ২০২১-সালের জনশুমারীতে অন্তর্ভুক্তি’ শীর্ষক এক ওয়েবিনারে ডিজ্যাবিলিটি এল্যায়েন্স এই আহবান জানায়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইটসেভার্স বাংলাদেশ অফিসের অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর থেকে অয়ন দেবনাথ। মূল প্রবন্ধে উঠে আসে দেশের বর্তমান প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কিত তথ্য উপাত্ত অনেক বেশী সেকেলের এবং ২০২১-সালের জনশুমারী প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার একটি সুবর্ণ সুযোগ তৈরী করেছে। উপস্থাপক আগামী জনশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার আইনগত বাধ্যগতার উপরেও তার উপস্থাপনায় জোর প্রদান করেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীতা বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধীতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০১৯ প্রণয়ন করেছে। তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১-সালের জনশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ এর কনভেনার ও সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ এবং ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে একটি উন্নত জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিবে। কিন্তু যতদিন প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য উপাত্ত সঠিক ভাবে নিরুপন এবং তথ্য উপাত্তের বৈপারিত্তের অবসান না করা যাবে, আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ হবে।
২০২১-সালের জনশুমারীর প্রশ্নমালা ছয় ধরণের প্রতিবন্ধীতার কথা উল্লেখ করেছে কিন্তু বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ বারো ধরণের প্রতিবন্ধীতা সঙ্গায়িত করেছে।
এই বিষয়টির প্রসঙ্গে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, জনশুমারীর প্রশ্নমালা দেশের বিদ্যমান আইনের আলোকে প্রণয়ন করা জরুরী। তিনি জনশুমারী প্রশ্নমালার একটি ব্রেইল সংস্করণ তৈরী করার জন্য সরকারের কাছে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত ডিজ্যাবিলিটি এল্যায়েন্স-এর প্রস্তাবনাগুলো বিবেচনা করার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ডিজ্যাবিলিটি এল্যায়েন্স-এর মধ্যে কারিগরি সহায়তার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।