Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি মেম্বরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে দুদক

ঘুষ-দুর্নীতি ও জাল-জালিয়াতির অভিযোগ

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঘুষ-দুর্নীতি ও জাল-জালিয়াতির অভিযোগে রাজশাহী, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ইউপি মেম্বরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্কুলে তালা মেরে ঘুষ নেয়ার চেষ্টার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় হবির বাড়ি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়েছে, দুই লাখ টাকা ঘুষ আদায়ের জন্য ওই উপজেলার গ্যানগেটিয়া অ্যাডুকো শিক্ষালয় নামক সদ্য নির্মিত একটি বিদ্যালয় দেড় মাস ধরে তালা দিয়ে রাখেন।
দুদক সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়টি জোরপূর্বক বন্ধ রেখে ঘুষ আদায়ের জন্য চাপ সৃষ্টি করেছেন। যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভিন্ন সূত্র জানায়, স্পেনের এনজিও শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে ১৭৫ আসনের প্রাথমিক বিদ্যালয়টির নির্মাণকাজ শেষ হয়। ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার কথা ছিল গত ১০ আগস্ট। কিন্তু স্কুল চালু হওয়ার দিনে মোঃ রফিকুল ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। স্কুল কর্তৃপক্ষ দিতে অস্বীকার করলে তিনি বিদ্যালয়ের কক্ষগুলোয় তালা দিয়ে চলে যান। পরে স্কুল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা করে। এমনকি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের আদেশও উপেক্ষা করেন তিনি। সর্বশেষ স্কুল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভালুকা থানায় অভিযোগ করে। যা পরবর্তী সময়ে দুদকে স্থানান্তর করা হয়। বর্তমানে স্কুলটি খুলে দেয়া হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম অভিযোগ অনুসন্ধান করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সিনিয়র সহকারী মো: খালেক হোসেনকে গতকাল রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। মতিহার থানা মামলা নং ৩৫। চাকরি দেয়ার নাম করে জনৈক আক্কাছ আলীর কাছ থেকে ৯,০০,০০০/-টাকা ঘুষ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মো: রাশেদুল ইসলাম, এডি, সজেকা রাজশাহী মামলাটি অনুসন্ধান করে।
মো: আবুল বাশার শেখ, পিতা-মো: নাজিম উদ্দিন শেখ, সাং-কামারগ্রাম, জেলা-ফরিদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিস, আলফাডাঙ্গা, ফরিদপুরকে গতকাল গ্রেপ্তার করা হয়। আলফাডাঙ্গা (ফরিদপুর) থানা মামলা নং ১১। সহকারী কমিশনার (ভূমি) এর স্বাক্ষর ও সীল জাল করে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে জাল জালিয়াতির মাধ্যমে জাল কাগজপত্র সঠিক হিসেবে ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মো: আবুল বাশার, ডিএডি, সজেকা, ফরিদপুর মামলাটির অনুসন্ধান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি মেম্বরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে দুদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ