Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইম মুভার-ট্রেইলার ধর্মঘটে কন্টেইনার পরিবহন বন্ধ

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রাইম মুভার-ট্রেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন ডিপোর মধ্যে পণ্যভর্তি কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে।
ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা বলেন, ধর্মঘটে চট্টগ্রামের বাইরে এবং বিভিন্ন ডিপোতে কনটেইনার আনা-নেয়া বন্ধ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ওজন স্কেলে প্রাইম মুভার চালক-শ্রমিকদের মারধর ও হয়রানির অভিযোগে রোববার সন্ধ্যায় লাগাতার ধর্মঘটের ডাক দেয় প্রাইম মুভার-ট্রেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কর্মবিরতির কারণে চট্টগ্রামের ১৬টি বেসরকারি ডিপোতে কন্টেইনার আনা-নেয়া বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের সচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার।
ঐক্য পরিষদ নেতা গোলাম মাওলা অভিযোগ করেন, কনটেইনার বহন করতে গিয়ে ওজন স্কেলে চালক ও শ্রমিকদের হয়রানি ও মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। প্রাইম মুভারে বহন করা কন্টেইনারে বেশি মালামাল বহন করার অভিযোগ তুলে বিভিন্ন গাড়িতে দুই থেকে ১২ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। বন্দর থেকে বের করা কনটেইনারের ওজন বেশি হলেও হয়রানি করা হচ্ছে।
মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ কমাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১৬ আগস্ট গাড়ি ভেদে পণ্য পরিবহনের ওজন নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী ১৪ চাকার প্রাইম মুভার সর্বোচ্চ ৩৩ টন পর্যন্ত মালামাল বহন করতে পারবে। নির্ধারিত ওজন অতিক্রম করলে স্তরভেদে দুই থেকে ১২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে। ঐক্য পরিষদের নেতাদের দাবি, গাড়ির ওজন বাদ দিলে একটি প্রাইম মুভার ১৩ থেকে ১৪ টনের বেশি ওজনের কন্টেইনার পরিবহন করতে পারবে না।
মন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রাইম মুভার মালিক শ্রমিক ধর্মঘট প্রত্যাহারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। গতকাল এক পত্রে তিনি এ হস্তক্ষেপ কামনা করেন। চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতি চলছে। গাড়ি ভেদে বাহিত পণ্যের ওজন এবং অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের জন্য জরিমানা নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন জারির পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ করার পয়েন্টসমূহে জরিমানা এবং হয়রানির অভিযোগে ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মবিরতি পালন করছে।
তিনি বলেন, সারাদেশ থেকে কাভার্ড ভ্যানের মাধ্যমে পণ্য এনে চট্টগ্রামের ১৬টি অফডকে কন্টেইনার স্টাফিং করে বন্দরে নেয়া হয় এবং জাহাজের মাধ্যমে রপ্তানি করা হয়। দেশে মোট রপ্তানির ৯৫ শতাংশ এ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কর্মবিরতির কারণে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। একই সাথে আমদানি পণ্যবাহী কন্টেইনার খালাসকরণের কাজও স্থগিত। ফলে বন্দরে কন্টেইনার জটের আশংকা দেখা দিচ্ছে। অন্যদিকে রপ্তানিকারকরা সময়মত শিপমেন্ট করতে না পারার কারণে কার্যাদেশ বাতিল হওয়াসহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাইম মুভার-ট্রেইলার ধর্মঘটে কন্টেইনার পরিবহন বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ