Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগকে ক্ষমতায় আনার জন্য নতুন নেতৃত্ব কাজ করবে -হাছান মাহমুদ

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবেই দলের নতুন নেতৃত্ব কাজ করবে।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হবে। আর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তারা আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতায় আনা যায় সেভাবেই কাজ করবেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ডিজিটাল ও প্রিন্ট প্রকাশনায় দেশের জঙ্গি তৎপরতায় বিএনপি-জামায়াত যে জড়িত রয়েছে তা তুলে ধরা হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যে শুধু সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িত তাই নয়, তারা যে জঙ্গি তৎপরতা ও জঙ্গিদের মদদদাতা ও পৃষ্ঠপোষক তা তুলে ধরা হবে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সরকারের জঙ্গিবাদ মোকাবেলার প্রশংসা করছে। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতারকৃত ও নিহতরা জঙ্গি কি না সে বিষয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় জঙ্গিদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।
হাছান জানান, আগামী ১ অক্টোবর নগরীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আওয়ামী লীগের পঞ্চম সেমিনার হবে। সামাজিক ও স্বাস্থ্য খাত এবং খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকারের সফলতা নিয়ে এ সেমিনারে আলোচনা করা হবে।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোর প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান বলেন, ইউনেস্কোর এ প্রতিবেদন যারা আন্দোলন করছে তাদের দ্বারা প্রভাবিত।
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এইচ টি ইমামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। উপ-কমিটির অণু কমিটিসমূহকে আগামী ১ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করে উপ-কমিটির কাছে জমা দেয়ার অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, অ্যাডভোকেট সানজিদা খাতুন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আকতার হোসেন, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সদস্য মারুফা আক্তার পপি, শাহ মোস্তফা আলমগীর ও আশরাফ সিদ্দিকী বিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগকে ক্ষমতায় আনার জন্য নতুন নেতৃত্ব কাজ করবে -হাছান মাহমুদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ