Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীকে পুড়িয়ে হত্যা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার পানতাই কেলানাং সৈকত এলাকায় বাংলাদেশী কর্মী সৈয়দ আলীকে সন্ত্রাসীরা পুড়িয়ে হত্যা করেছে। সন্ত্রাসীরা কি কারণে উল্লেখিত বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা করেছে তা জানা যায়নি। কেলানাং সৈকত গুগল স্ট্রীট এলাকা থেকে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে মালয় পুলিশ।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, সৈয়দ আলী নামের চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে সৈকতের কাছে নিয়ে আগুনে পোড়ানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। কুয়ালা লাঙ্গাট জেলা পুলিশের প্রধান জাইলান তাসির জানান, রোববার মধ্যরাতে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির পোড়া লাশ উপুর হয়ে পড়ে থাকতে দেখেন। নিহতের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তার পিঠ ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি। “অন্য কোথাও খুন করে প্রমাণ নষ্ট করার জন্য এখানে এনে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না,” বলেন জাইলান। তিনি জানান, নিহতের দুই হাতের আঙুলে একটি করে আঙলটি ছিল, ওয়ালেটে ছিল পাসপোর্ট (নম্বর: ইঈ ০২১৪৫৩৪)। আর বুক পকেটে ১০ ও ২০ রিংগিতের নোট পাওয়া গেছে। পাশেই পড়ে ছিল ক্যাস্ট্রল ইঞ্জিন অয়েলের বোতলের মুখ। সংশ্লিষ্ট থানায় এ ঘটনায় হত্যার অভিযোগে একটি মামলা করা হয়েছে বলে বারনামার খবরে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীকে পুড়িয়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ