পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব, মাসিক কাবার পথে ও সাপ্তাহিক ইসলাহ‘র সম্পাদক বিশিষ্ট আলেম মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজিউন। গতকাল বাদ আছর ডেমরা ঐতিহাসিক দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমসহ নগর, থানা নেতৃবৃন্দ, ছাত্রনেতা, যুবআন্দোলন নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গভীল শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে সম্পৃক্ত ছিলেন। তিনি বহুমুখী যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি একাধারে দক্ষ সংগঠক, রাজনীতিক, জনপ্রিয় লেখক ও সম্পাদক ছিলেন। বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। আমরা আল্লাহর কাছে তাঁর সকল দীনি খেদমতের কবুলের জন্য দোয়া করছি। পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।