Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে শয্যাসংখ্যা ও অক্সিজেন সরবরাহ বাড়ানোর নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৯:০৭ পিএম | আপডেট : ১০:১৫ পিএম, ৮ জুলাই, ২০২১

করোনাভাইরাসের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) সারাদেশের সব বিভাগ ও জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়। এ সময় তিনি অক্সিজেন সরবরাহ বাড়ানোসহ হাসপাতালগুলোতে কোভিড-১৯ শয্যা সংখ্যা বাড়ানোর লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। করোনা উপসর্গ আছে বা করোনা লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।



 

Show all comments
  • Abdullah howlader ৮ জুলাই, ২০২১, ১০:৩৮ পিএম says : 0
    তোমরা এতদিন ঘোড়ার ঘাস কাটছিলে নাকি “ আওমীলিগ করোনার চেয়ে শক্তিশালি এ কথার উপর বিশ্বাস করে বসেছিলে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ