পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৭৩ হাজার আসামির জামিন মঞ্জুর হয়েছে।
গতকাল এ তথ্য জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয়। এর মধ্যে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন।
ব্যারিস্টার সাইফুর রহমান আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকাজ চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। আর তিন হাজার ৪২০ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।