পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুর্নীতির আলাদা মামলায় শুল্ক কর্মকর্তা, ব্যাংকার ও সাবেক একজন সিভিল সার্জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ও আগেরদিন দিবাগত রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ ইনকিলাবকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন নওগাঁ কাস্টম অফিসের সুপার এম এম জাহাঙ্গীর আলম। গতকাল দুপুরে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম ইকবাল। ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের এপ্রিলে যশোরের অভয়নগর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন মো. নাজমুল হকের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা থানায় দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়। অন্যদের যোগসাজশে মিথ্যা ভাউচার দেখিয়ে ২২ লাখ ৮০ হাজার টাকার সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গতকাল দিবাগত রাতে তাকে সিলেটের কানাইঘাট থেকে গ্রেপ্তার করা হয়।
দুদকের হাতে গ্রেপ্তার হওয়া ব্যাংকার হলেন সোনালী ব্যাংক বাগেরহাট শাখার কর্মকর্তা (ক্যাশ) জাহাঙ্গীর হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকের ওই শাখা থেকে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর বাগেরহাট থানায় মামলা করে দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।