Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টনক নড়ল ওষুধ প্রশাসনের

‘অক্সিজেট’ সম্পর্কে হাইকোর্টের নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশ ‘অক্সিজেট’ উৎপাদন করতে বুয়েটের অনুমতি না পাওয়া সংক্রান্ত বিষয় হাইকোর্টের দৃষ্টিতে আসার পর টনক নড়েছে ওষুধ প্রশাসন অধিদফতরের। পরদিনই এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে সাড়া দিয়েছে স্বাস্থ্য সেবা সংক্রান্ত সরকারি এ প্রতিষ্ঠানটি।

ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নাঈম গোলদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অক্সিজেট নামে অক্সিজেনের কনসেনট্রেশন বৃদ্ধিতে সহায়তা করে এরূপ সিপ্যাপ (কন্টিনিউয়াস পজেটিভ এয়ারওয়ে প্রেশার) মেডিকেল ডিভাইস উদ্ভাবন করেছে। সংবাদমাধ্যমে এ মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে, বুয়েট উদ্ভাবিত অক্সিজেট নামে মেডিকেল ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি মিলছে না বলে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে।

মূলত, বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অক্সিজেট নামে মেডিকেল ডিভাইসটির পারফরমেন্স ট্রায়াল অনুমোদনের জন্য অদ্যাবধি ওষুধ প্রশাসন অধিদফতরে কোনো আবেদনই দাখিল করা হয়নি। যেহেতু ডিভাইসটি মানবদেহে চিকিৎসায় ব্যবহৃত হবে এ কারণে মেডিকেল ডিভাইসটির ক্লিনিক্যাল পারফরমেন্স ট্রায়াল প্রটোকল অনুমোদনের নিমিত্তে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর এথিক্যাল ক্লিয়ারেন্সসহ ওষুধ প্রশাসন অধিদফতরে বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আবেদন দাখিল করা প্রয়োজন। সন্তোষজনক পারফরমেন্স ট্রায়াল রিপোর্ট প্রাপ্তি এবং মেডিক্যাল ডিভাইসটি আইএসও: ১৩৪৮৫ কমপ্লায়েন্স কারখানায় উৎপাদন ও যথাযথ মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে বাজারজাত করার জন্য রেজিস্ট্রেশন দেয়া হবে। জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য রেজিস্ট্রেশনের পাথওয়ে অনুসরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর এ ধরণের দেশীয় উদ্ভাবনকে সর্বদা অনুপ্রেরণা প্রদান ও সহযোগিতা করে থাকে। গত ১২ জুন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. তৌফিক হাসান ওষুধ প্রশাসন অধিদফতরকে তাদের উদ্ভাবিত অক্সিজেট নামক মেডিকেল ডিভাইসটির বিষয়ে মৌখিকভাবে অবহিত করে। পরে ওষুধ প্রশাসন অধিদফতর ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য দেশের মেডিকেল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই, এএনসি গেট ওয়েল ইনসেন্টা মেডিকেল ডিভাইসের শীর্ষ পর্যায়ের টেকনিক্যাল কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাব্য পথকে সুগম করে দেয়া হয় এবং তাকে ক্লিনিক্যাল পারফরমেন্স ট্রায়াল প্রটোকল অনুমোদন গ্রহণের নিমিত্তে ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদন করার জন্য পরামর্শ প্রদান করা হয়। এখন পর্যন্ত তার আবেদন পাওয়া যায়নি। বিষয়টি ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাই অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশ অক্সিজেট উৎপাদনের জন্য অনুমতি পেতে প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দেন হাইকোর্ট। আদালত বুয়েটের বায়োমেডিক্যাল বিভাগকে এ সংক্রান্ত লিখিত আবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে দিতে বলেন। একইসঙ্গে ওই আবেদন অ্যাটর্নি জেনারেল ও আদালতেও দিতে বলা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

আদালতের দৃষ্টিতে আনয়নকারী ব্যারিস্টার অনিক আর হক জানান, করোনা আক্রান্ত রোগীদের কম সময়ে বেশি অক্সিজেন সরবরাহ করার জন্য অক্সিজেট নামে একটি ডিভাইস আবিষ্কার করে। ওই ডিভাইস দিয়ে ৩০ শতাংশ কম অক্সিজেন ব্যবহার করে মিনিটে ৬০ লিটার অক্সিজেন সরবরাহ করা সম্ভব। কিন্তু ডিভাইসটি কোনো কারখানা বা প্রতিষ্ঠানের না হওয়ায় উৎপাদন করার অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন। এ বিষয়টি আমি আদালতের নজরে এনেছিলাম।



 

Show all comments
  • Shawkat Iqbal ৮ জুলাই, ২০২১, ১:০০ এএম says : 0
    এখানে ভালো কোন কিছুকেই উৎসাহ দেয়া হয় না। না এখানে অনুমোদন দেয়া হচ্ছে, না টিকার অনুমোদন দেয়া হচ্ছে। এভাবেই তো দেশ থেকে সৃজনশীলতা হারিয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • প্রিঞ্চ আরিফ ৮ জুলাই, ২০২১, ১:০১ এএম says : 0
    কেনো এদেশে উদ্ভাবনের পিছনে মেধাবীরা মনোযোগ দেয়না? কেনো মেধাবী শিক্ষার্থীরা দেশ থেকে অন্য দেশে গিয়ে এতো এতো সাফল্য পায়? এখানে না আছে মেধাবীর মূল্যায়ন না আছে নিজেদের উদ্ভাবনের প্রাতিষ্ঠানিক সহজলভ্যতা।।। একটু সহযোগিতা পেলে এদেশের মেধাবীরা অনেক কিছু করে দেখাতে পারে।।।।
    Total Reply(0) Reply
  • Sabbir Ahmed ৮ জুলাই, ২০২১, ১:০১ এএম says : 0
    একারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে কাজ করে... যেখানে অনিশ্চিত সবকিছু সেখানে কাজ করে কি হবে..
    Total Reply(0) Reply
  • Saddam Hossain Shovon ৮ জুলাই, ২০২১, ১:০২ এএম says : 1
    উদ্ভাবক সাহেব বিদেশ চলে গিয়ে যখন এইরকম বিভিন্ন জিনিশ আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি পাইতে শুরু করবে, তখনই অমুক জেলা, তমুক বিভাগ, দেশ বিশ্ববিদ্যালয় ওনাকে নিজেদের ছেলে বলে মুখে ফেনা তুলে ফেলবে, যেটা এখন হচ্ছে রান্নার প্রতিযোগী কিশোয়ার কে নিয়ে। অথচ কিশোয়ার বাংলাদেশে থেকে এসব করলে কেকা ফেরদৌসী দের আড়ালে হারায় যাইতো।
    Total Reply(0) Reply
  • Farok Ahamed ৮ জুলাই, ২০২১, ১:০২ এএম says : 1
    চোরদের জন্য এই দেশে বঙ্গভ্যাক্স অনুমতি পায়না, অক্সিজেটের ও একই অবস্হা। জবাবদিহিতা না থাকলে যা হয় আরকি
    Total Reply(0) Reply
  • MH Masud ৮ জুলাই, ২০২১, ১:০২ এএম says : 2
    এই দেশে কোনো কিছু আবিষ্কার এই জন্যই হয়না, এই দেশের মেধা এমনি এমনি পাচার হয়না, এই সমস্ত নীতি সহায়তার অসহযোগিতার জন্যই অনেক আবিষ্কার থমকে যায় বার বার। গণস্বাস্থ্য, গ্লোব বায়োটেক আর বুয়েট সবই ওই নীতির বেড়াজালে আটকে থাকবে আজীবন,
    Total Reply(0) Reply
  • সবুজ ৮ জুলাই, ২০২১, ১১:২৩ এএম says : 1
    কর্তাব্যকি্তিদের দেশী উদ্ভাবন নিয়ে এত অনিহা কেন ?
    Total Reply(0) Reply
  • সোলায়মান ৮ জুলাই, ২০২১, ১১:২৫ এএম says : 0
    এরা শুধু আমাদেরকে পরনির্ভরশীল করে রাখতে চাচ্ছে
    Total Reply(0) Reply
  • নওরিন ৮ জুলাই, ২০২১, ১১:২৭ এএম says : 1
    করোনা টেস্টিং কিড, ভ্যাকসিন এবার অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশ ‘অক্সিজেট’ উৎপাদনের ব্যাপারে সহায়তা না করা; এরা আসছে আছে কি করতে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্সিজেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ