পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকার পরেও সউদীগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধ রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। শ্রমবাজার সম্প্রসারণ এবং জনশক্তি রফতানির স্বার্থে সউদীগামী প্রবাসী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানিয়েছে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট সচল রয়েছে কিন্ত বিএমইটি কর্তৃপক্ষ বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র বন্ধ রেখেছে। এতে ঢাকাস্থ সউদী দূতাবাসের স্ট্যাম্পিং করা হাজার হাজার সউদীগামী কর্মী বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধ রয়েছে। বিএমইটির একজন কর্মকর্তা বলেছেন, সউদীর বিমানের টিকিট কেটে নিয়ে এলে বহির্গমন ছাড়পত্র দেয়া হবে। এ ধরণের হঠকারী সিদ্ধান্তে সউদীর শ্রমবাজার হুমকির সম্মুখীন।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানের একমাত্র সউদী আরবেই কর্মী যাচ্ছে। ভ্রাতৃ-প্রতীম সউদী সরকার যতদিন বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ করবে ততদিন পর্যন্ত জনশক্তি রফতানির স্বার্থে বহির্গমন ছাড়পত্র ইস্যু অব্যাহত রাখতে হবে। অন্যথায় সউদীর শ্রমবাজার হাত ছাড়া হবার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, লকডাউন সরকার আগামী ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সউদী নিয়োগকর্তারা দ্রুত কর্মী পাঠাতে তাগিদ দিচ্ছে। অনেক নারী কর্মীদের ভিসা ৬০ দিন অতিক্রম হওয়ায় প্রতিদিন ১০০ রিয়াল জরিমানা গুনতে হচ্ছে। এম টিপু সুলতান অনতিবিলম্বে সউদীগামী কর্মীদের স্ট্যাম্পিংকৃত ভিসার বহির্গমন ছাড়পত্র চালু করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।