Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জনশক্তি রফতানির স্বার্থে সউদীর বহির্গমন ছাড়পত্র চালু করুন

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৮:০২ পিএম

আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকার পরেও সউদীগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধ রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। শ্রমবাজার সম্প্রসারণ এবং জনশক্তি রফতানির স্বার্থে সউদীগামী প্রবাসী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানিয়েছে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট সচল রয়েছে কিন্ত বিএমইটি কর্তৃপক্ষ বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র বন্ধ রেখেছে। এতে ঢাকাস্থ সউদী দূতাবাসের স্ট্যাম্পিং করা হাজার হাজার সউদীগামী কর্মী বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধ রয়েছে। বিএমইটির একজন কর্মকর্তা বলেছেন, সউদীর বিমানের টিকিট কেটে নিয়ে এলে বহির্গমন ছাড়পত্র দেয়া হবে। এ ধরণের হঠকারী সিদ্ধান্তে সউদীর শ্রমবাজার হুমকির সম্মুখীন।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানের একমাত্র সউদী আরবেই কর্মী যাচ্ছে। ভ্রাতৃ-প্রতীম সউদী সরকার যতদিন বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ করবে ততদিন পর্যন্ত জনশক্তি রফতানির স্বার্থে বহির্গমন ছাড়পত্র ইস্যু অব্যাহত রাখতে হবে। অন্যথায় সউদীর শ্রমবাজার হাত ছাড়া হবার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, লকডাউন সরকার আগামী ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সউদী নিয়োগকর্তারা দ্রুত কর্মী পাঠাতে তাগিদ দিচ্ছে। অনেক নারী কর্মীদের ভিসা ৬০ দিন অতিক্রম হওয়ায় প্রতিদিন ১০০ রিয়াল জরিমানা গুনতে হচ্ছে। এম টিপু সুলতান অনতিবিলম্বে সউদীগামী কর্মীদের স্ট্যাম্পিংকৃত ভিসার বহির্গমন ছাড়পত্র চালু করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

Show all comments
  • RASEL ৮ জুলাই, ২০২১, ৯:৫৩ এএম says : 0
    আমরা গরিব মানুষ দেশ থেকে মানুষের কাছ থেকে ধার দেনা করে টাক এনে সৌদি আরবে যাবার জন্য টাক জমা দিয়েছি ভিসা এসে ঢাকায় এজেন্সি তে জমা রয়েছে কিন্ত এই লকডাউনের কারনে আমাদের মেডিকেল থেকে সুরু করে ভিসার কোন কাজ করা হচ্ছে না?? আর এর জন্য আমাদের দেনার পরিমান দিন দিন বেড়েই চলছে তায় আমাদের দেশের সরকার এর কাছে বিনিত অনুরোধ যারা বিদেশে যাবে তাদের দিকে একটু মানবতা দেখিয়ে সকম কার্যক্রম আগের মত সুরু করা হোক এতে আমাদের দেশের আরো উন্নতি হবে আর গরিব মানুষের অনেক উপকার হবে আর বিদেশে যারা যাবেন তাদের করনা ভ্যাক্সিন দিবার প্রদ্দতিটা যেন সহজ করেন আমার বিনিত অনুরোধ
    Total Reply(0) Reply
  • Md zakir sikder ৯ জুলাই, ২০২১, ৩:০৬ এএম says : 0
    আসলে আমরা যারা প্রবাসী তাদেরকে লকডাউনের বাহিরে রাখা উচিৎ কারন আমরা প্রতি মাসে মিসে রেমিটেন্স পাঠাই
    Total Reply(0) Reply
  • আমির ৯ জুলাই, ২০২১, ৬:৫৩ পিএম says : 0
    লকডাউন এর কারণে আমার ভিসা স্টাম্পিং করা বন্ধ রয়েছে লকডাউন আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমি সৌদি যেতে পারতেছিনা। আমার ভিসা স্টাম্পিং হওয়ার কথা ছিল আমি ভিসার জন্য টাকা জমা করেছি ঋণ করে।
    Total Reply(0) Reply
  • MD Shahidul Islam ৯ জুলাই, ২০২১, ১০:০৬ পিএম says : 0
    আমরা গরিব মানুষ দেশ থেকে মানুষের কাছ থেকে ধার দেনা করে টাক এনে সৌদি আরবে যাবার জন্য টাক জমা দিয়েছি ভিসা এসে ঢাকায় এজেন্সি তে জমা রয়েছে কিন্ত এই লকডাউনের কারনে আমাদের মেডিকেল থেকে সুরু করে ভিসার কোন কাজ করা হচ্ছে না?? আর এর জন্য আমাদের দেনার পরিমান দিন দিন বেড়েই চলছে তায় আমাদের দেশের সরকার এর কাছে বিনিত অনুরোধ যারা বিদেশে যাবে তাদের দিকে একটু মানবতা দেখিয়ে সকম কার্যক্রম আগের মত সুরু করা হোক এতে আমাদের দেশের আরো উন্নতি হবে আর গরিব মানুষের অনেক উপকার হবে আর বিদেশে যারা যাবেন তাদের করনা ভ্যাক্সিন দিবার প্রদ্দতিটা যেন সহজ করেন আমার বিনিত অনুরোধ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহির্গমন ছাড়পত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ