Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের মনোনয়ন আহবান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

এবার মাদার অব হিউম্যানিটি পদক নীতিমালা ২০১৮ অনুযায়ী মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২০২১) প্রদানের জন্য মনোনয়ন আহবান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গতকাল রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নীতিমালার অনুচ্ছে ১১.১ (সংশোধিত) অনুযায়ী আজ থেকে এ মনোনয়ন আহবান আগামী ৩১ জুলাই চলবে।

জেলা কমিটিতে আবেদন গ্রহণ ১৭ আগস্ট কমিটিতে মনোনয়ন চূড়ান্তকরণ। ৩১ আগস্ট এর মধ্যে জেলা কমিটি কর্তৃক মন্ত্রণালয়ে মনোনয়ন সুপারিশ প্রেরণ করবে। ২০ এর মধ্যে মন্ত্রণালয়/ বিভাগ হতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ। আগামী ১৫ অক্টোবর তারিখে জাতীয় কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরন, ৩১ অক্টোবর তারিখের মধ্যে জাতীয় কমিটি কর্তৃক চূড়ান্ত মনোনয়ন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ ০২ জানুয়ারি ২০২২ তারিখে নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রী কর্তৃক মনোনয়ন অনুমোদনক্রমে পুরস্কার প্রদান করা হবে।

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২০২১)’ এর মনোনয়ন ছক এবং নীতিমালা (সংশোধনীসহ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট এবং সব জেলা সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে। মন্ত্রণালয়/ বিভাগ পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদার অব হিউম্যানিটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ