Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামেও নতুন মাদক এসকাফ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামেও ধরা পড়েছে নতুন মাদক এসকাফ সিরাপ। সীতাকুন্ডে ৯৩ বোতল এসকাফ ও ২০ কেজি গাঁজাসহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কাজিপাড়ার আতাউর রহমানের ছেলে মো. ইদ্রিস (৩০) ও একই এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মো. মোরশেদ (২১)। শুক্রবার রাত ১২টায় সীতাকুন্ডের জোড়ামতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে ভারত থেকে আসা মাদকের চালান ট্রাকে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছে এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। মহাসড়কের ওই এলাকায় গাড়ি তল্লাশির সময় ওই দুই জন ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের ওই ট্রাকে পাওয়া যায় দুই বস্তা গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিল জাতীয় এসকাফ সিরাপ। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ছবি. র‌্যাবের অভিযানে উদ্ধার নতুন মাদক এসকাফ ও গাঁজা-চট্টগ্রাম ব্যুরো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক এসকাফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ