পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড হয়েছে বাংলাদেশে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ জানিয়েছেন অনেকেই। দেশে টানা পঞ্চম দিন করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যুতে নতুন করে উৎকণ্ঠা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সচেতন নাগরিকরা।
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন ১৪৩ জন। এই ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়।
মৃত্যুর নতুন রেকর্ড নিয়ে শোহোরাব হোসেন শোহাগ ফেসবুকে লিখেছেন, ‘‘এত মৃত্যু তারপরেও গার্মেন্টস খোলা কেন। করোনা পরিস্থিতি দিনকে দিনকে খারাপের দিকে যাচ্ছে। আরও কত খারাপ হলে গার্মেন্টস বন্ধ হবে। সব কল কারখানা, রেস্তোরা বন্ধ রাখা উচিত। স্বাস্থ্যবিধি না মানলে আর বাঙ্গালীর বাহিরে কি হচ্ছে তা দেখার আগ্রহ না দমালে এবার করোনা পরিস্থিতির আরও অবনতি হবে বলেই মনে হচ্ছে।’’
পরিকল্পিত লকডাউন দেয়ার দাবি জানিয়ে হামিদুল হক লিখেছেন, ‘‘দেশে যেভাবে শনাক্তের হার ও মৃত্যুর হার বাড়ছে তাতে করে এরকম অপরিকল্পিত লকডাউন না দিয়ে পরিকল্পিতভাবে সরকার যেন কিছু করেন। এভাবে অপরিকল্পিত লকডাউন দিয়ে সাধারণ মানুষের বিপত্তি ও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ানোর তামাশার লকডাউন দেখতে চাইনা। সরকারিভাবে মাস্কতো ফ্রিও দিতে পারেন।’’
ফারহানা আহমেদ লিখেছেন, ‘‘আমার চেনা ৩ জন মানুষ হারিয়ে গেলেন এই এক মাসে। আমার ভাবতেই কষ্ট হচ্ছে যখন ঢাকায় ফিরে যাব এদের আর কোনোদিনই দেখা হবে না!!এরকম লক ডাউন দরকার হলে ১ মাস টানুক তাতে যদি করোনার শেষ হয় তবে তাই হোক প্রিয় মানুষ হারানোর কষ্ট কেও না পাক আমিন।’’
শেখ মাহেদী মিল্লাদের মন্তব্য, ‘‘এদেশে আর বিধিনিষেধ দিয়ে কাজ হবে না, স্বাস্থ্যবিধি না মানলে মূর্খদের লাঠিপেটা করা ছাড়া উপায় নাই, আশা করি দেশ ও জাতির সুরক্ষায় প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।’’
পলাশ লিখেছেন, ‘‘যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন সবাইকে বেহেস্ত দান করুন এবং আমাদের সবাইকে এই কঠিন মহামারীর হাত থেকে রক্ষা করুন। আল্লাহ যেন আমাদের সবার দুআ কবুল করে নিন আমিন!’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।