পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রবাসীকর্মীদের করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে দুই দফা নিবন্ধন কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে স¤প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।
ডা. শামসুল হক বলেন, অভিবাসী কর্মীদের টিকা নিতে গেলে প্রথমে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আমাদের টিকা কার্যক্রমে আসতে হবে। বিএমইটি প্রবাসীকর্মীদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপের পাশাপাশি প্রতিটি জেলায় বিএমইটি’র অফিস থেকে অভিবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই তালিকা স্বাস্থ্য অধিদফতরে এলে আমরা পরবর্তী সময়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবো।
তিনি বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে রেজিস্ট্রেশন করার পর অভিবাসীকর্মীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে। সুরক্ষা অ্যাপ থেকে পাওয়া টিকা কার্ড ছাড়া কেন্দ্রে গেলে টিকা দেওয়া সম্ভব হবে না। প্রতিটি জেলার জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অফিস শুক্র ও শনিবার খোলা থাকবে। সপ্তাহের অন্যান্য দিনেও খোলা থাকবে। সেখানে গিয়ে বা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা দুই লাখ অভিবাসীর তালিকা পেয়েছি। আগামী রোববারের মধ্যে সেই তালিকা যাচাই করা শেষ হবে। পরদিন সোমবার রাত থেকে এসএমএস যাবে এবং মঙ্গলবার থেকে তারা টিকা নিতে পারবেন। এসব তথ্য না থাকায় অনেকে কেন্দ্রে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।
এক প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, মডার্নার টিকা হাতে এলে প্রবাসী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু চীনে যারা যাবেন তাদের একটি তালিকা এসেছে আমাদের কাছে। যেহেতু তারা ভেরো সেল ভ্যাকসিন নিতে পারবেন তাই তাদের টিকা দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।