Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:২৬ পিএম | আপডেট : ৬:৪২ পিএম, ১ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের। এছাড়া ৩২০৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের।শনাক্তের হার ২৫.৯০ শতাংশ। সর্বমোট শনাক্তের হার ১৩.৮৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এত উল্লেখ করা হয়, দেশের ৫৬৬টি পরীক্ষাগারে এপর্যন্ত ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষার পর ৯ লক্ষ ২১ হাজার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অদ্যাবধি সুস্থ হয়েছেন ৮ লক্ষ ২০ হাজার ৯১৩ জন। মৃত্যুর হার ১..৫৯ শতাংশ। এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮৮২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ