পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সন্দ্বীপে নৌকা ডুবে দুই শিশুসহ ১৮ জনের মৃত্যুর ঘটনায় পরিবার প্রতি ১৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৭০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআইডব্লিউটিসি এবং চট্টগ্রাম জেলা পরিষদ দুই মাসের মধ্যে এ অর্থ পরিশোধ করবে। যথা সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হলে সুদসহ এই টাকা পরিশোধ করতে হবে। হাইকোর্ট তার আদেশে নৌকা ডুবির জন্য বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদের অবহেলাকে দায়ী করেছেন।
এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। সহায়তা করেন এডভোকেট ইশরাত হাসান। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল ওয়েস আল হারুনী।
প্রসঙ্গত: ২০১৭ সালের ২ এপ্রির সন্ধ্যায় বঙ্গোপসাগরের স›দ্বীপ চ্যানেলে সি-ট্রাক থেকে যাত্রী নামিয়ে ১৫০ গজ দূরে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় ৩০ জনকে উদ্ধার করা হয়। সি-ট্রাকে করে কয়েক শ’ যাত্রী চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিলেন। সি-ট্রাক ঘাটে ভিড়তে না পারায় ১৫০ গজ দূরে নোঙর করে নৌকার মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়। ওই নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ ১৮ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দ্বীপ নিবাসী মোহাম্মদ জহরুল ইসলাম বাদী হয়ে রিট করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।