Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসে ভয়াবহ আগুনে ‘সর্বশান্ত’ ৩০০ বাংলাদেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১০:১৫ এএম

গ্রিসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০০ বাংলাদেশি কৃষিকর্মীর ৩৮টি ফারাঙ্গা বা অস্থায়ী আবাসস্থল। এতে কেউ হতাহত না হলেও তাদের অর্থ, পোশাক, খাদ্যসামগ্রী, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে। এ তথ্য নিশ্চিত করে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গত রোববার, পশ্চিম গ্রিসের মানোলাদা এলাকার একটি কৃষি খামারে।

প্রবাসীরা জানান, আগুনের সূত্রপাত হয় সুনামগঞ্জের শিশু মিয়ার দায়িত্বে থাকা ফারাঙ্গায় রান্নার চুলা থেকে। মুহূর্তে সে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে সর্বশান্ত হন অন্য ফারাঙ্গার বাসিন্দারাও।

প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, কৃষি খামারের জন্য বিখ্যাত মানোলাদায় স্ট্রবেরি উৎপাদনে কাজ করছেন প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি।
এদিকে, গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেন এথেন্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ সময় তাদের পাসপোর্ট, আবাসস্থল, খাবার ও আইনগত সহযোগিতার আশ্বাস দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ