পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় যাত্রীবাহী ট্রলার ঐশি ট্রাজেডীতে নিহত আরো ২ জনের লাশ গতকাল উদ্ধার হয়েছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার হয়েছে ২৫ জনের লাশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ২ জন। যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি। বানারীপাড়া থানার রেকর্ড অনুযায়ী লাশ নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম দিন (বুধবার) ১৩ জনের মধ্যে বানারীপাড়ার মসজিদ বাড়ি স্কুল এ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ সাগর মীর (১৩), পূর্ব সৈয়দকাঠি গ্রামের রাবেয়া বেগম (৪৫), মসজিদবাড়ি গ্রামের মুজাম্মেল মেল্লা (৬২), জিরাকাঠি গ্রামের রেহানা বেগম (৩৫),সাতবাড়িয়া গ্রামের ফিরোজা বেগম (৫৫), সৈয়দকাঠি গ্রামের সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক (৬৮), জিরাকাঠি গ্রামের মিলন ঘরামী (৩৫), উজিরপুরের হারতা গ্রামের সুখদেব মল্লিক (৩৫), মশাং গ্রামের শান্তা (১০),নয়াকান্দি সাতলা গ্রামের মোঃ জয়নাল হাওলাদার (৫৭),স্বরূপকাঠির উত্তর করফা গ্রামের হিরা বেগম (২৫),উত্তর সাতবারিয়া গ্রামের কহিনুর বেগম (৬০) এবং মসজিদবাড়ী গ্রামের রহিমা বেগম (৬০)। বৃহস্পতিবার উদ্ধার জাহাজ নির্ভীক নিমজ্জিত ট্রলার ঐশি উদ্ধারের সময় ৪ জনের লাশ পাওয়া যায়। এরা হচ্ছে স্বরুপকাঠীর উত্তর করফা গ্রামের মাইশা (১৪ মাস), জিরাকাঠীর রিয়াদ হাং (৫), একই গ্রামের সাফওয়ান (৩) ও রাব্বি (৫)। বিকাল সাড়ে ৫ টায় মাফিয়া (৩) এবং এদিন রাত ১০টা পর্যন্ত আরো ৫ জন জিরারকাঠীর খুকুমনি (২৫), সাতবারিয়ার রুহুল আমিন (৩০), উজিরপুর পূর্ব কেশবকাঠী গ্রামের হামিদা বেগম (৪০) ও দিদান হাং (৭), আঃ মজিদ হাং (৬৫) কে উদ্ধার এবং হস্তান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আরো ২ জনের লাশ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। এদের মধ্যে স্বরুপকাঠীর ইদেলকাঠী গ্রামের আলপনা (২৫) এবং জিরারকাঠী গ্রামের মনোয়ারা বেগম (৪৫) সহ মোট ২৫জন। এদিকে প্রাথমিক ভাবে জেলা ত্রাণ শাখা থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান। সে অনুযায়ী আজ (শনিবার) বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ১৩ জনকে অনুদানের চেক দেয়া হবে। অন্যদের বিষয়ে ক্রস চেক করে রিপোর্টের পরে অনুদান দেয়া হবে বলে ইউএনও মোঃ শহীদুল ইসলাম জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।