Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভিতে শিক্ষামূলক শিশুতোষ অনুষ্ঠান চালুর পরামর্শ সংসদীয় কমিটির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০১ এএম

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে টেলিভিশনে সম্প্রচারের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। শিশুদের মানসিক বিকাশের জন্য টেলিভিশন চ্যানেলে এই শিক্ষামূলক বিনোদন এবং কুইজ প্রতিযোগিতা চালুর পরামর্শ দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়।

সংসদীয় কমিটির সদস্য আব্দুল আজিজ বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েরা বাসায় বসে ল্যাপটপ-মোবাইল এসব ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিভিতে তাদের জন্য এক থেকে ২ ঘণ্টাব্যাপী প্রতিযোগিতা, শিক্ষামূলক বিনোদন কিংবা কুইজ প্রতিযোগিতা চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে বাল্যবিবাহ কমছে। এই করোনাকালে দেখা যাচ্ছে অনেক অপ্রাপ্ত বয়সী মেয়ে পালিয়ে বিয়ে করছে। এটা ইদানিং বেশি হচ্ছে। পরে দেখা যাচ্ছে ৬ মাস পরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় করে গণসচেতনতা সৃষ্টির একটি প্রকল্প রয়েছে কিন্তু করোনার কারণে সেটি বন্ধ রয়েছে। তাই করোনা কমলে যতদ্রুত সম্ভব সেটা শুরু করার জন্য বলা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিবাহ রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাইকেল প্রদান, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা বিষয়ক প্রকল্প তৈরি করার সুপারিশ করা হয়েছে। কমিটি শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য আব্দুল আজিজ, সাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামূলক শিশুতোষ অনুষ্ঠান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ