Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

করোনার সব স্ট্রেন মারতে আসছে সুপার ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:০৩ এএম

করোনাভাইরাসের হাত থেকে রেহাই কীভাবে মিলবে? ভ্যাকসিন এলেও মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। যত দিন গড়াচ্ছে, ততই করোনা তার রূপ বদল করছে। একের পর এক প্রজাতি যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে বাজারে ইতোমধ্যেই যেসব ভ্যাকসিন রয়েছে, তা আদৌ কতটা কার্যকর হবে সে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে।

এই আবহে এবার বাজারে আসতে চলেছে নয়া ভ্যাকসিন। যে ভ্যাকসিন করোনার যে কোনও মিউটেশনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে সুপার ভ্যাকসিন।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার গবেষকরা এই ভ্যাকসিন তৈরির কাজ করছেন। গবেষণায় দেখা গেছে, করোনার সমস্ত ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কার্যকর হবে এই ভ্যাকসিন। ইতোমধ্যেই এই টিকা ইঁদুরের উপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। আগামী বছরেই মানবদেহে ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হওয়ার কথা।
ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট নিয়ে ভয় ধরাচ্ছে। কিন্তু, এরই মধ্যে স্বস্তির বার্তা দিলেন বিশেষজ্ঞরা। সংক্রমণের নিরিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট মারাত্মক বলে বর্ণনা করেছে। হু জানিয়েছে বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা প্রজাতি। হু-র পক্ষ থেকে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়্যান্ট দ্রæত হারে সংক্রমণ ছড়াতে পারে, যা আলফা ভ্যারিয়্যান্টের থেকেও মারাত্মক। সংক্রমণের হার যদি এভাবে বাড়তে থাকে, তাহলে আগামী দিনে করোনার এই প্রজাতি মারাত্মক হতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।



 

Show all comments
  • Sandip Chakraborty ২৬ জুন, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    ব্যবসা হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে... ছিঃ... এক ভাইরারোজিস্ট এর মতে চিকিৎসাজগতের ইতিহাসে করোনার (RNA ভাইরাস )ভ্যাকসিন এক ঐতিহাসিক ভুল হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হয়ে থাকবে..
    Total Reply(0) Reply
  • Sk Jahangir ২৬ জুন, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    ভ্যাকসিন আসতেই থাকবে আর করোনা তার বিবর্তন ঘটাতেই থাকবে!
    Total Reply(0) Reply
  • সম্রাট রায় ২৬ জুন, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    তারপর সুপার ভ্যাকসিনকে জব্দ করতে আসছে সুপার ঢেউ। মাঝখানে সুপার জালি ভ্যাকসিনও অবশ্য থাকছে।
    Total Reply(0) Reply
  • Rahul Roy ২৬ জুন, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    আমি নাম টা শুনে ভাবলাম কোভ্যাকসিন, কোভিশিল্ড, স্পুটনিক V আর জনসন একসাথে আমাদের গুঁজে দেবে।
    Total Reply(0) Reply
  • Syamaprasad Sarkar ২৬ জুন, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    কিছু লোকের কাজ হল শুধু ভয় দেখান। অত কিছু যে ঘটবে না সবাই জানে। ওরা চেষ্টা করবে যাতে ঘটে। ওতেই ওদের আনন্দ।
    Total Reply(0) Reply
  • Ritwika Gayen ২৬ জুন, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    হুমম ভ্যাকসিন এসেই যাবে একের পর এক। ঢেউ এসে এসে সমুদ্র হয়ে যাবে এবার। তবে ঢেউটা আটকানো যেতে পারে দুটো জিনিস বন্ধ রাখলে । এক লোকাল ট্রেন, দুই স্কুল কলেজ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার ভ্যাকসিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ