পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নৈতিকতার অভাবে দেশের যুব সমাজ আজ বিপদগামী হচ্ছে। জাগতিক যত উন্নত শিক্ষাই অর্জন করুক না কেন ইসলামী ও নৈতিক জ্ঞানে সমৃদ্ধ না হলে যুবসমাজ সম্পদ না হয়ে বোঝায় পরিণত হবে। নেশা, ছিনতাই, হত্যা ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে যুব সমাজ। একমাত্র নৈতিক ও ধর্মীয় জ্ঞানের অভাবেই যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার নগরীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ইসলামী যুবসেনা ঢাকা মহানগরীর সভাপতি প্রিন্সিপাল ডাঃ এস এম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসউদ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা শায়েখ আবু সুফিয়ান খান আবেদী আলকাদরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী, যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুহাম্মদ আবদুল হাকিম, যুবনেতা অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, প্রিন্সিপাল আবু নাসের মোহাম্মদ মুসা ও সৈয়দ মুহাম্মদ হাসান আলআজহারী। পরে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।