Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে যাত্রী পারাপার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১:০১ পিএম

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের সাতটি জেলা লকডাউন ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এর আওতাধীন নয়।

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে পণ্যবোঝাই ট্রাক পারাপারের কথা থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে হরহামেসেই। এই চিত্র মাওয়া ঘাটেও।

আজ শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) জিল্লুর রহমান বলেন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক ছাড়া অন্য কোনো গাড়ি পারাপার হওয়ার কোনো উপায় নাই।
তবে মাঝে মধ্যে কিছু যাত্রী ফেরিতে করে নৌ-পথ পার হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবোঝাই ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য ১০টি ফেরি আছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ