Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মকান্ড বন্ধ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেরিঘাট ও সড়কপথের চাঁদাবাজদের চিহ্নিত করেছে সরকার

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের ফেরিঘাট এবং সড়ক পথের চাঁদাবাজদের চিহ্নিত করেছে সরকার। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে চাঁদাবাজদের একটি নির্দিষ্ট তালিকাও তৈরি করা হয়েছে। অবিলম্বে এসব চাঁদাবাজরা তাদের কর্মকা- বন্ধ না করলে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত  নেয়া হয়। সভা শেষে মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী, ফেরিঘাট সংশ্লিষ্ট জেলার ডিসি ও পুলিশ সুপার, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, সড়ক পথ জনগণের জন্য সহজ ও আরামদায়ক করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। অনেকদিন যাবত দেশের ফেরিঘাট ও হাইওয়েতে চাঁদাবাজির অভিযোগ আমরা পাচ্ছিলাম। সেই পরিপ্রেক্ষিতে দেশের গোয়েন্দা সংস্থাকে চাঁদাবাজদের তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়। গোয়েন্দা সংস্থার সেই তালিকা আমাদের হাতে এসেছে। আমরা প্রথমে এসব চাঁদাবাজদের সতর্ক হওয়ার সুযোগ দেব। না মানলে ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজরা চিহ্নিত, তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। তারা যে দলেরই হোক, যত শক্তিশালীই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজদের না ধরে সংশোধনের সুযোগ দিচ্ছেন। সরকার কি তাদের প্রতি দুর্বল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দুর্বল নয়। অপরাধী যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। এসব চাঁদাবাজরাও এর বাইরে নয়। তিনি আরও বলেন, আমরা অতিরিক্ত পৌর টোল আদায়ের অভিযোগ পাচ্ছি। আমরা বলেছি, পৌরটোলসহ কোনও টোল নির্ধারিত হারের অতিরিক্ত আদায় করা যাবে না। এজন্য সংশ্লিষ্ট এলাকার ডিসি ও এসপিরা কাজ করবেন। এছাড়া হাইওয়েতে যানজট নিরসনেও তারা  কাজ করবেন। গোয়েন্দা সংস্থা কতজন চাঁদাবাজদের তালিকা দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ মুহূর্তে তাদের তালিকা প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে চাঁদাবাজরা পালিয়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মকান্ড বন্ধ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ