Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল যাচ্ছে আগরতলায়

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল যাচ্ছে আগরতলায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় ৭৮ মে: টন চাল ৫টি ট্রাক দিয়ে আগরতলায় গেছে। এ চালান যাওয়া শুরু হয় গত সোমবার থেকে। ওই দিন ৯২ মে: টন রড জাতীয় পণ্য ২টি ট্রাক ও ১ লরিতে করে আগরতলা যায়।
আশুগঞ্জ নৌবন্দর ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম জানান, গত ১৫ সেপ্টেম্বর প্রায় ৬শ’ ৪৯ মে:টন রড ও ৩শ’ ৩৯ মে:টন চাল নিয়ে কলকাতা থেকে বাংলাদেশী এমভি মাস্টার সুমন-১ নামের জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে এসে নোঙর করে। জানা গেছে, বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ভারতের এক অংশ থেকে অন্য অংশে এ চাল যাচ্ছে বিনা মাশুলে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’ এর আওতায় মানবিক কারণে ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের উপর দিয়ে বিনা শুল্কে পরিবহনের অনুমোদন লাভ করে। কিন্ত পূর্বে বিনা মাশুলে চাল গেলেও এবার মাশুল দিয়ে চাল যাচ্ছে ভারতে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ৫টি ট্রাক করে প্রায় ৭৮ মে: টন চাল গেছে আগরতলায়।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল যাচ্ছে আগরতলায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ