Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে দুই জঙ্গির ৩০ বছরের কারাদন্ড

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে আলোচিত ‘সূর্যদীঘল’ বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় জঙ্গি শায়েখ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৭ বছর করে কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি মাসুক আহমদ। দ-প্রাপ্ত দুই জঙ্গি  হচ্ছেনÑ আবদুল আজিজ এবং মাজেদুল ইসলাম হৃদয়।
অতিরিক্ত পিপি মাসুক আহমদ জানান, সূর্যদীঘল বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালত ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেছেন। এ মামলায় শায়েখ আবদুর রহমানও আসামি ছিলেন। গত বুধবার মামলার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ধার্য করেছিলেন আদালত।
অতিরিক্ত পিপি মাসুক আহমদ আরো জানান, মামলাটি আলোচিত। ২০০৬ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট মহানগরীর পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়িতে হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় বাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যৌথ বাহিনী ওই বাড়ি থেকে জেএমবির তৎকালীন শীর্ষনেতা শায়েখ আবদুর রহমানের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
তিনি জানান, ওই ঘটনায় নগরীর কোতোয়ালি থানার তৎকালীন এসআই মো: ওয়ালীউল¬াহ বাদি হয়ে শায়েখ আবদুর রহমানসহ ৯ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে সিলেট গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী শায়েখ আবদুর রহমানসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২ জানুয়ারি চার্জ গঠন শেষে এ মামলার বিচারকাজ শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে দুই জঙ্গির ৩০ বছরের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ