পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন বুধবার ভার্চুয়ালি (২৩ জুন) অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, শাখার আমানত সংগ্রহ, সিএসএসএমই-এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, লোকসানী শাখা হ্রাস এবং শ্রেণীকৃত ঋণ কমাতে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি অর্ধবার্ষিক হিসাব সমপনী উপলক্ষে সকল লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. জসীম উদ্দিন, মো. আব্দুল জব্বার ও সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহসহ সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।