Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের বিরুদ্ধে সব অভিযোগ ‘মিথ্যা’ বললেন এস কে সুর চৌধুরী

সাংবাদিকদের এড়িয়ে গেলেন তদন্ত কমিটি প্রধান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

ঘুষের বিনিময়ে গুরুতর অনিয়মে সহায়তাসহ বেশকিছু অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং এস এম মুনিরুজ্জামান ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানকে ডেকেছে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ধরতে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং (কারণ উদ্ঘাটন) কমিটি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মিনি কনফারেন্স রুম আলাদা আলাদাভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন কমিটির প্রধান ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। প্রথমে এস কে সুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে অন্য দুজনকেও ডাকা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সবই মিথ্যা। আমার যা বলার তা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বলেছি। এরপর তিনি দ্রুত গাড়িতে উঠে বাংলাদেশ ব্যাংক থেকে চলে যান। আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা ছিল না দাবি করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ওই সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বে থাকায় আমাকে ডাকা হয়েছে। কিন্তু কোনো ধরনের অনিয়মের সঙ্গে আমি কখনই জড়িত ছিলাম না।
আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ধরতে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং (কারণ উদ্ঘাটন) কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান বলেন, এ বিষয়ে যা বলার মুখপাত্র বলবেন। তবে একাধিকবার ফোন দিলেও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলামকে পাওয়া যায়নি।
জানা গেছে, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংসহ অন্তত পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা লোপাট করেছেন প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। মোটা অংকের টাকার বিনিময়ে এসব অর্থ লোপাটের তথ্য চাপা দিত কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম। এসব অনিয়মের সহায়তা করতো সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলম। বিনিময়ে পেত আর্থিক সুবিধা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ