Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নারায়ণগঞ্জে শিল্প খাতকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে শিল্প খাতকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়। এছাড়াও জেলায় বসবাসরত বিদেশীসহ বিভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা ও হিন্দু ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা শেষে আইনশৃঙ্খলা কমিটির একাধিক সদস্যদের সাথে কথা বলে এ তথ্য জানা যায়। তারা জানান, জঙ্গি ও সন্ত্রাস থেকে নারায়ণগঞ্জের শিল্প খাতকে অক্ষুণœ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়। এছাড়াও আসন্ন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদারসহ নারায়ণগঞ্জের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: রাব্বি মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টাবৃন্দ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড: হোসনে আরা বাবলী, জেলা পুলিশ সুপার মো: মঈনুল হক, বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জে শিল্প খাতকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ