পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এবি ব্যাংক লিমিটেড ও এস এ গ্রুপ অব অব ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এস এ গ্রুপের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ভিত্তিতে এস এ গ্রুপের দেশব্যাপী কালেকশন এবি ব্যাংকের সকল শাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে সংগ্রহ করা হবে। এছাড়া এস এ গ্রুপের আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন এ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। সব কর্মকর্তা-কর্মচারী এ ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা পাবেন।
বিগত প্রায় ৩৩ বছর ধরে এস এ গ্রুপ দুটি জনপ্রিয় ব্র্যান্ড গোয়ালিনী ও মুসকান নামে আটটি মাস্টার প্রোডাক্ট বাজারজাত করছে। ১৭টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে এ গ্রুপটি দেশের অর্থনীতিতে অবদান রাখছে। অন্যদিকে দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এবি ব্যাংক চার দশক ধরে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।