পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আসন্ন ইংল্যান্ড জাতীয় দলের সফরে নিরাপত্তার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব অ্যালঝেইমারস্ দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিকেট আমাদের দেশে জনপ্রিয় একটি খেলা। সারাবিশ্বে ক্রিকেটের মাধ্যমে আমাদের পরিচিতি বেড়েছে। শুধু ছেলেরা নয় আমাদের মেয়েরাও ভালো করছে। এক্ষেত্রে ইংল্যান্ডসহ যে কোনো দলের নিরাপত্তা দিতে আমাদের কোনো সমস্যা হবে না। পূর্ব-অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশের মাটিতে এর আগেও বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট হয়েছে। সেখানে নিরাপত্তায় আমরা দক্ষতার পরিচয় দিয়েছি। এবারও পূর্ব-অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। অনুষ্ঠানে অ্যালঝেইমার রোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের রোগের বর্তমানে কোনো চিকিৎসা নেই। তবে ভবিষ্যতে নিশ্চয়ই হবে। একটা সময় ক্যান্সারের কোনো চিকিৎসা ছিল না। এখন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি বের হয়েছে। এই মুহূর্তে অ্যালঝেইমারস্ আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন পরিচর্যা। এটা না হলে দিন দিন রোগীর অবস্থা আরও খারাপ হয়। এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে রোটারি ও লায়নসের মতো সংগঠনগুলো কাজ করতে পারে বলে অভিমত দেন তিনি। অ্যালঝেইমার সোসাইটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী, রোটারিয়ান মুহাম্মদ আইউব।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল (ইসিবি)। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসতে রাজি হননি ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান ও অ্যালেক্স হেলস। পরবর্তীতে তাদের ছাড়াই আলাদা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইসিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।