Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০১৬ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম। সোনালী ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও প্রদীপ কুমার দত্ত সভায় সভাপতিত্ব করেন। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম রেজাউর রহমান, মোঃ মুসলিম চৌধুরী, মোঃ ফজলুল হক, সাবেরা আক্তারী জামাল, আফজাল হোসেনসহ সভায় পরিচালনা পর্ষদের সদ্য বিদায়ী সদস্যবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন। সভায় ২০১৫ সালের অর্জনসমূহ এবং সেই অর্জনের ভিত্তিতে ব্যাংকের ২০১৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এর কৌশলসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে ২০১৬ সালকে “গুণগত ঋণ বৃদ্ধি ও আদায়ের বছর” হিসেবে ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবির তাঁর বক্তব্যে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে সুনাম ও ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যে ব্যাংকের সকল ক্ষেত্রে লক্ষ্যমাত্রা সমূহ অর্জনের জন্য এবং এর মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সকলকে একযোগে কাজ করার আহŸান জানান। তিনি ইনক্লুসিভ ব্যাংকিংয়ের প্রতিও গুরুত্বারোপ করেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকারদের ইতিবাচক ভ‚মিকা রাখার প্রতিও তিনি জোর দেন। ছোট আকারের ঋণ প্রদানকে উৎসাহিত করে দেশের যুবসমাজ বিশেষ করে শিক্ষিত যুবক এবং যুব মহিলাদের নিজের কর্মসংস্থানের পাশাপাশি যেন অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন তার প্রতি বৃহত্তম ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ ভুমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত ভালো ঋণ গ্রহীতা নির্বাচনের মাধ্যমে বিভিন্ন খাতে ঋণের পরিমান বাড়ানোর ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। তিনি কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরস্কার প্রদান এবং মন্দ কাজের জন্য তিরস্কারের সম্মুখীন হতে হবে বলে কর্মকর্তাদেরকে সতর্ক করেন। এছাড়া ঋণের পরিমান বাড়ানোর পাশাপাশি কোয়ালিটি ডিপোজিট সংগ্রহ, রেমিটেন্স সংগ্রহ, রপ্তানীর পরিমান বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকসেবার মান বাড়ানোর মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার প্রতি আহŸান জানান। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়সহ জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহের জেনারেল ম্যানেজারগণ বক্তব্য রাখেন। Ñবিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ