Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০, আক্রান্ত ৩ হাজার ৯৫৬ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ৫:৪৫ পিএম | আপডেট : ৫:৪৭ পিএম, ১৬ জুন, ২০২১

করোনাভাইরাসের ডেল্টা ধরনের কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যু আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৯৫৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা প্রায় আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে, যা দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে এক দিনে এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২২ এপ্রিল, সেদিন ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আর এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৪ মে। সেদিন করোনাভাইরাসে ৬১ জনের মৃত্যুর খবর এসেছিল।

খবর > করোনাভাইরাস মহামারী

কোভিড: মৃত্যু ফের ষাটের ঘরে, শনাক্ত ৮ সপ্তাহের সর্বোচ্চ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 16 Jun 2021 05:34 PM BdST Updated: 16 Jun 2021 05:42 PM BdST

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। ফাইল ছবি
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। ফাইল ছবি

করোনাভাইরাসের ডেল্টা ধরনের কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যু আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৯৫৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা প্রায় আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে, যা দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে এক দিনে এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২২ এপ্রিল, সেদিন ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আর এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৪ মে। সেদিন করোনাভাইরাসে ৬১ জনের মৃত্যুর খবর এসেছিল।


মঙ্গলবারও দেশে ৫০ জনের মৃত্যুর খবর এসেছিল, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৩১৯ জন।

গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২৮২ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৬৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৭ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষের।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার সামাজিক বিস্তার বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটায় রাজশাহী ও খুলনার ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ ও মৃত্যু গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছিল। গত কয়েক দিন ধরে ঢাকাতেও শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ