Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোচাগঞ্জে দশ টাকা কেজি দরে চাল বিতরণ উদ্বোধন

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোচাগঞ্জ উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি পয়েন্টে গতকাল একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হত দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। উপজেলার আটগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া হাট ও হাট মাধবপুর বাজারে ১ হাজার ২শ’ হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল হাসান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহরুল হক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সদস্য ফিরোজ্জামান কবীর, যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এসময় যুবলীগ সভাপতি মোঃ আকতারুজ্জামান সজিব, আওয়ামী লীগ নেতা ও এম আই গ্রুপের চেয়ারম্যান মাহবুব খাঁন, ডিলার আবুল কালাম আযাদ, মোঃ সাজু, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক ফরিদ আহমেদ ফরিদ, জাহিদ হাসান ডলার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার ছাতইল ইউনিয়নের ভাদুয়ারী হাট ও মাহেরপুর হাটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর।
রনগাঁও ইউনিয়নের সাদামহল ও চিন্তমনি বাজারে হতদরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আযাদ রিপন মোল্লা। বাকী নাফানগর, ইশানিয়া ও মুশিদহাট ইউনিয়নগুলোতেও একইদিনে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোচাগঞ্জে দশ টাকা কেজি দরে চাল বিতরণ উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ