পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ‘মিডিয়া সেল’ করা হয়েছে। গতকাল সোমবার মিডিয়া সেল গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১১ নম্বর কক্ষে (দ্বিতীয় তলা) সেল স্থাপন করা হয়েছে। যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, উপসচিব (বিধি-৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসচিব (উনি-২ শাখা) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে এ সেল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রমের প্রকাশযোগ্য তথ্যাদি শাখা, কোষ, ইউনিট, অধিশাখা, অনুবিভাগ থেকে সংগ্রহ করে বিধি-বিধানের আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরবরাহ করবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা কোষ, ইউনিট, অধিশাখা, অনুবিভাগ মিডিয়া সেলের চাওয়া তথ্যাদি দ্রুততার সঙ্গে সরবরাহ করবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।