Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসইতে আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল (বুধবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। আগের দিনের থেকে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ০৬ লাখ টাকা। এর আগে গত ২০ জানুয়ারি ডিএসইতে ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ০১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে।
শেয়ারবাজার চাঙা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকগুলো সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চেয়েছে। এতে বাজার অর্থসংকট কাটিয়ে গতিশীল হবে। এছাড়াও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানামুখী উদ্যোগে পুঁজিবাজার ইতিবাচক হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬১৪ কোটি ১২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ০৬ লাখ টাকা টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ০৬ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ অ্যাকমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক এবং কেডিএস অ্যাক্সেসরিজ।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, কেডিএস অ্যাক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত, বিএসআরএম লিমিটেড, সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ সাবমেরিন কেবল, লংকা বাংলা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং ফার কেমিক্যাল।
ইয়াকিন পলিমারের লেনদেন শুরু আজ :
দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আজ থেকে লেনদেন শুরু করবে প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ জানায়, আজ ইয়াকিন পলিমার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসইতে আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ