Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০০ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক করোনা আক্রান্ত হয়েছেন। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় গতকাল রোববার তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এরআগে গত শনিবার তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরে রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া গত সপ্তাহে নোয়াখালী গ্রামের বাড়ির স্টাফদের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। এখন তারা সুস্থ হয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দুইটা ভ্যাকসিনই নিয়েছেন জয়নুল আবদীন ফারুক। জয়নুল আবদিন ফারুক গত ২০ ফেব্রুয়ারি সস্ত্রীক করোনার প্রথম ডোজ ও মার্চ মাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন। তারপরও তিনি আক্রান্ত হলেন। জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ ও নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ছিলেন। তিনি ধারাবাহিকভাবে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ, ১৯৯৬ সালে জুন মাসে সপ্তম, ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট পাঁচ বার এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ