Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেইলি শপিংয়ে পণ্য ক্রয়ে স্বর্ণের আংটি পেল ৪১ জন

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রিটেইল চেইন শপ ডেইলি শপিংয়ে পণ্য ক্রয় করে স্বর্ণের আংটি জিতেছেন ৪১ জন। ‘সোনায়-সোহাগা’ অফারের অধীনে কেনাকাটা করে তারা এটি পেয়েছেন। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। আগস্ট মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ডেইলি শপিংয়ের দেশব্যাপী ৪৪টি আউটলেটে ক্রেতাদের জন্য ‘সোনায়-সোহাগা’ অফারটি প্রযোজ্য ছিল। এ আয়োজনে ডেইলি শপিংয়ের যেকোন আউটলেট থেকে ন্যূনতম ৩শ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা একটি স্ক্র্যাচ কার্ড পেয়েছেন। এটি ঘষে ক্রেতারা তাৎক্ষণিক ওয়েফার, গুঁড়ো দুধ, নুডলস, কোমল পানীয়সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং রুহুল এফ তালুকদার সুমন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গালিব ফররুখ বখত, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার, রিজিওনাল ম্যানেজার ফিরোজ আলম ও ডেপুটি ম্যানেজার আমির হোসেন। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেইলি শপিংয়ে পণ্য ক্রয়ে স্বর্ণের আংটি পেল ৪১ জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ