পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলাহুল উম্মাহ বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কামালবাগে আল্লামা মুফতি আব্দুর রব আব্বাসীর সভাপতিত্বে এক সাধারণ সভায় তিন বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আল্লামা মুফতি আব্দুর রব আব্বাসী আমির এবং মুফতি দেলোয়ার হোসেন মাইজীকে মহাসচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, নায়েবে আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া, নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মুফতিক ফয়জুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা আসলাম রহমানি। সভায় আলহাজ আব্দুর জব্বারকে উপদেষ্টা মনোনীত করা হয়। সভায় কতিপয় কর্মপন্থা গৃহীত হয়। সভায় অবিলম্বে মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।