পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারা দেশে বিদ্যুৎস্পৃষ্টে ৬ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, নীলফামারী ও জয়পুরহাটে একজন করে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে লালু মিয়া (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া পূর্বপাড়া এলাকায় ব্যাটারির সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত লালু মিয়া একই গ্রামের সোহরাব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, লালু মিয়া প্রতিদিনের ন্যায় তার নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বাসন থানার বারবৈকা এলাকায় বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম সিয়াম। সে গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় মাঠে ক্ষেতের বেগুন তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে জামাল উদ্দিন (২৮) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া বাঘমারার চর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টের এ ঘটনা ঘটেছে। গতকাল সকালে স্থানীয়রা জামাল উদ্দিনের লাশ মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দেয়। পরে পরিবারের লোকজন ও পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত জামাল উদ্দিন স্থানীয় মো. সোলায়মানের পুত্র।
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপনের কাজ গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় এ ঘটনা ঘটেছে।
জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে গাছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে। গতকাল ৪ টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ঐ গ্রামের তফিজ উদ্দিনের পুত্র।
সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে নার্গিস বেগম (২৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর জিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।