পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যখনই দেশ উন্নতির দিকে এগিয়ে যায় তখনই দু-একটি ঘটনা ঘটে। সে সময়ই আবার আন্তর্জাতিকভাবে ওই ঘটনাগুলো ফলাও করে প্রচার করা হয়। এভাবে অনেক কিছুই আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিবাদ ও মাদকবিরোধী আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সাধনা সংসদ ফাউন্ডেশন এবং তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী জোট এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদÑএর কোনোটিরই উৎপত্তি আমাদের বাংলাদেশে নয়। অন্যদেশে এগুলোর উৎপত্তি। এর গোড়ার ইতিহাসের দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যাবে।
আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের উন্নয়নের গতিরোধ করার জন্যই একটি গোষ্ঠী জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- করছে। কিন্তু বাংলাদেশের অনেক বন্ধুরাষ্ট্র রয়েছে। তারা আমাদের পাশে রয়েছে। এজন্য দেশ এগিয়ে যেতে পারছে। গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী সকল জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- নিয়ন্ত্রণ করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বিদেশি বন্ধু আমাদের উপদেশ দিতে আসেন। তারা যাদের নাম বলেন তারা তো আমাদের দেশের নাগরিক নয়। এ দেশেও বসবাস করে না। আপনাদের দেশে তারা বসবাস করে। আপনারা তাদের তথ্য দিন।
তিনি আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- থেমে থাকবে বলে মনে হয় না। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। না হলে বড় ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করবে তারা।
এ সময় নিখোঁজ যে সকল তরণ জঙ্গিবাদের পথে পা দিয়েছে তাদের ফিরে আসার জন্য আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) আলী আহম্মেদ খান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (একাডেমি) ড. ফোরকান উদ্দিন আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।