পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কক্সবাজার অফিস : কক্সবাজার জেলার প্রাচীন ব্যবসায়িক স্থান হলেও ঈদগাঁও ক্রমে অবহেলিত বলে উল্লেখ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, প্রাচীন আমল থেকেই ব্যবসায়িক স্থান হিসেবে ঈদগাঁও বাজার পরিচিত। দিনে দিনে এখানে ব্যবসার প্রসার ঘটেছে। সরকার লাখ লাখ টাকা রাজস্ব এখান থেকে পেয়ে থাকলেও অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত এতদঞ্চল। তাই প্রধান সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে সর্বজন গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে ঈদগাঁওকে প্রসিদ্ধ আধুনিক ব্যবসা কেন্দ্রে রূপান্তর করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করে কউক চেয়ারম্যান।
কক্সবাজার সদরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে বিরাজমান সমস্যা দ্রæত সমাধানকল্পে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কউক চেয়ারম্যান গতকাল এসব কথা বলেছেন।
ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস হল রুমে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগম, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিক, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সরকার, জালালাবাদের সাবেক চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, দপ্তর সম্পাদক ছৈয়দ করিম, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নুরুল আজিম, শওকত আলম, আবদুচ ছালাম, সেলিম মোর্শেদ ফরাজী, সাইফুল ইসলাম এমইউপি, ঈদগাঁও বাজার ইজারাদার রমজান আলীসহ রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
সভা শেষে কউক চেয়ারম্যান, ইউএনওসহ উপস্থিত সবাই ঈদগাঁও বাজারের অলিগলি পরিদর্শন করেন। এ সময় আইন মেনে অবৈধ স্থাপনাসহ ঝুপড়ি ও হতাকরদের অপসারণের বিষয়ে সবাই একমত হন।
সভায় যানজট নিরসনে করণীয় নির্ধারণে জালালাবাদ ও ঈদগাঁও ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি বাজার থেকে আয় করা রাজস্ব বাজারের উন্নয়নে খরচ করা হবে বলে আশ^াস দেন ইউএনও। তবে বাজারের সার্বিক উন্নয়নে সদর আসনের সাংসদের সাথে সমন্বয় সাধন ও সার্বক্ষণিক যোগাযোগ করার বিষয়ে একমত হন সবাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।