Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে গতকালের লেনদেন। তবে উভয় পুঁজিবাজাওে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ২০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ৭২ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ০৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ২৬ লাখ টাকা টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ২০ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ স্কয়ার ফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ, সিঙ্গার বিডি, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডোরিন পাওয়ার, মবিল যমুনা এবং ন্যাশনাল টিউবস।অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৭২ লাখ টাকার বেশি। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, কেডিএস অ্যাক্সেসরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং ইউনাইটেড পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে সূচকের উত্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ