পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : তুরস্কের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের (এফটিএ) চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল (মঙ্গলবার) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিন ওজতুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তোফায়েল বলেন, মুক্তবাণিজ্য চুক্তির আওতাভুক্ত দেশগুলো রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে এ ধরনের ১৮টি দেশের সঙ্গে এফটিএ রয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এফটিএর জন্য তুরস্কের সম্মতি চেয়েছে। উভয় দেশই চুক্তি সম্পন্ন করতে চেষ্টা করে যাচ্ছে। এখন দুই দেশের বাণিজ্য হয় ১২০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে ৮০ কোটি ডলার। চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যকার বাণিজ্য ২০০ কোটি ডলারে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচারে তুরস্কের বিরোধী অবস্থানের বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চান সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, বিচারের প্রসঙ্গটি তাকে অবহিত করা হয়েছে। এই বিচার যে আন্তর্জাতিক মানদÐ অনুযায়ী স্বচ্ছ এবং নিরপেক্ষ ট্রাইব্যুনালে হচ্ছে, সে বিষয়টিও তুরস্কের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।