পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বন্ধুত্বের নিদর্শন হিসেবে নেপালের রাষ্ট্রদূত ডা. বানসিধর মিসরার কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ পেডিয়েট্রিক এসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার নেপালের রাষ্ট্রদূতের কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মনজুর হোসেন ও সেক্রেটারি অধ্যাপক ডা. জাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিপিএ সাবেক সেক্রেটারি অধ্যাপক ডা. আজাদ চৌধুরী, অধ্যাপক মো. মেজবাউদ্দীন আহমেদ, বিপিএ আজীবন সদস্য সিরাজ শাকিল আহমেদ ও বিপিএ ওয়েল ফেয়ার সাব-কমিটির মহাসচিব ঢাকা শিশু হাসপাতালের রেসিপিরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান কামরুল ও নেপালের সহকারী রাষ্ট্রদূত কুমার রায়।
নেপালের করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। নেপাল পেডিয়াট্রিক সোসাইটির (নেপাস) অনেক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা করোনা মহামারীর শিকার হয়েছেন। নেপাল রেমডেসিভির একটি মারাত্মক ঘাটতির সম্মুখীন হয়েছে। বিপিএ এবং নেপাসের মধ্যে আমাদের দ্বিপক্ষীয় বন্ধুত্বের প্রতি সংহতি জানাতে তাদের রেমডেসিভির প্রেরণের মাধ্যমে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি বলে বিপিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।