পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাটারফ্লাই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ মাননান মারা গেছেন। বুধবার (৯ জুন) ভোর ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাটারফ্লাই গ্রুপ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল গুলশান-২ এর আজাদ মসজিদে তার প্রথম ও গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা হয়। এরপর শ্রীপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।