পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহসিন রাজু, বগুড়া থেকে : ফেসবুক, ইউটিউব ও কিছু অনলাইন মিডিয়ায় কথিত ৫শ’ কোটি টাকা খরচ করে মূল্যবান শ্বেতপাথর দিয়ে বগুড়ার মোকামতলা পাকুল্লা দেউড়ি পল্লীতে নির্মিত একটি বাড়িকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
গত এক সপ্তাহ ধরে বিভিন্ন অনলাইন মিডিয়ায় এই বাড়িটির সচিত্র ভিডিও এবং স্থিরচিত্র দেখে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে মোকামতলার পল্লীতে। তবে বাড়িটির তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত লোকজন কাউকেই বাড়িটির প্রধান ফটকের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এটি দেখতে অনেকটা ওয়াশিংটনের হোয়াইট হাউস, আগ্রার তাজমহল, কোলকাতার লাট ভবন এবং ঢাকার হাইকোর্ট ভবনের মতো। বাড়িটিকে ঘিরে মানুষের কৌতুহল ক্রমে বেড়েই চলেছে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা খরচ করে বাড়ি নির্মাণের নজির আছে সিলেটে। সেই বাড়িটি প্রায় ৩শ কোটি টাকা খরচ করে নির্মাণ করেন শিল্পপতি রাগিব আলী। রাগিব আলী সম্প্রতি বিভিন্ন মামলা-মোকদ্দমায় ফেঁসে গিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অপরদিকে বগুড়ার এ বাড়িটির নির্মাতার নাম সাখাওয়াত হোসেন টুটুল ওরফে টুটুল চৌধুরী। তবে ৫শ’ কোটি টাকা খরচ করে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, মর্মে অনলাইনে প্রচারিত সংবাদগুলো কতটা সত্য তা সঠিকভাবে অনুমান করা সম্ভব না হলেও কোটি কোটি টাকা যে ব্যয় হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না’ বলে জানিয়েছেন এলাকাবাসী। ২০০৭-০৮ সালে এই বাড়িটির নির্মাণ শুরু হলেও এখন এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি।
বাড়ির মালিক ঢাকার ‘অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও টাটকা গ্রুপ’-এর সত্ত্বাধিকারী বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।